Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

জীবনের সমাপ্তিরেখায়

জীবনের সমাপ্তিরেখায়
সৈয়দ মামুনুর রশীদ

হয়তো শেষ দেখা, হয়তো আলাপনের সমাপ্তিরেখা
পথের ডেড এন্ডে এসে শীঘ্রই পৌঁছে যাবে।
পেছন থেকে কিছু বিষণ্ন অশ্রুসিক্ত শব্দগুচ্ছ
আমার শেষ গন্তব্যের দিকে ছুটে ছুটে আসতে পারে,
ফিরেও তাকাব না বন্ধনের স্পন্দন জড়ানো
ছোটবড় অনুরাগে যে অর্ঘ্য আমার জন্য রাখা থাকবে!

দেয়ানেয়ার হিসাবের খাতা মহাকালের কাছে গচ্ছিত,
আমার উৎকণ্ঠাহীন পাওয়ার কিছু থাকতেও পারে,
অপ্রাপ্তিতে ক্ষোভ অভিযোগ কোনোটাই নেই,
অন্তর্ধানই ফিরে যাওয়ার পথে মুখ্য প্রতিদান।

মানুষের ভেতরে যে মানুষগুলো লুকিয়ে থাকে
সে মানুষগুলোর অজ্ঞাত চেহারা দেখতে দেখতে
এ জীবন শেষ করে দিয়েছি।
ছোট অঙ্কের শুভাকাক্সক্ষীর অন্তিম পর্বের
সমাপ্তিরেখায় রেখে দিলাম
আমার কৃতজ্ঞতার সমর্পণ।
তোমাদের অনুতপ্ত অনুশীলন মনে
অনুসন্ধিৎসুর বলয়ে আজ যে মানুষটির অবয়বে
নতুন আবিষ্কৃত রূপ দেখছ
তা সন্ধ্যার আবির স্নাত
তিষ্ঠ ক্ষণকালের মতো উদ্ভাসিত।
কাজের শেষে দিন ঘুমায় রাতের কোলে,
আমারও ঘুম পেয়েছে মাটির বিছানা দেখে,
ছুটির ঘণ্টা বেজে ওঠার আগে
পারলে ক্ষমা করে দিয়ো।

কমেন্ট বক্স