এক.
মাঘের রুক্ষতার শেষে যেমন বসন্তের বাউলা বাতাস
আচানক সবকিছু তোলপাড় করে তোলে...
তেমনি একটি একটি করে রক্তের সিঁড়ি বেয়ে বায়ান্নর ইতিহাস
আমাদের শুনিয়েছিল নতুন খবর।
শাসকের ক্ষুরধার তলোয়ার নত হয় বারবার
যখন বান ডাকে জনতার বুকের ভেতর
রক্তের বন্যায়, সবটুকু অন্যায়
শুষে নেয় খুনের নহর।
দুই.
রাত্রিরও ঘুম নেই যেন দিনও জেগে থাকে ফাগুনে
শিমুলের ডালে যেন রক্তের আগুনে
কথা কয় একুশের ঘটনা/ মোটেও নয় তা রটনা
হয় তাই সত্যের ইতিহাস/ প্রাণ থেকে প্রাণে/ জীবনের মানে
মিলায় যেন বেহিসাবি হিসাব-নিকাশ।
তিন.
আমরা এখন ছুঁয়েছি আকাশ
দূর করে অসীমের সীমা
তোমাদের ত্যাগে আমরাই এখন প্রচার করি মুক্তির মহিমা
দিয়েছিলে প্রাণ পেয়েছ ভালোবাসা
স্বীকৃতি সারা বিশ্বের
একুশ এখন কেবল বাঙালির নয়
একুশ এখন সারা দুনিয়ার মানবতাবাদী তাবৎ মানুষের।