Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

বিয়ের আগে ‘ভালোবাসা’ ব্যয় করো না, ‘রিজার্ভ’ রাখো

বিয়ের আগে ‘ভালোবাসা’ ব্যয় করো না, ‘রিজার্ভ’ রাখো
তোমরা যারা বিয়ের আগে প্রেম করেছ ‘উড়াধুড়া’
ভালোবাসা উজাড় করে বুক করেছ শূন্য পুরা!
ডেটিং, সিটিং খুব করেছ পথেঘাটে রেস্তোরাঁতে
প্রেমবিষয়ক ছলাকলায় মত্ত ছিলে দিন কি রাতে!
বিয়ের পরে ধু-ধু মরু, খরায় মরা হৃদয় নিয়ে
কেমন করে বাসবে ভালো বউকে বলো মনটা দিয়ে?
সংসারে তাই অহরহ লেগেই থাকে ঝগড়াঝাঁটি
ভালোবাসার রূপটা তখন চুষে খাওয়া আমের আঁটি!
বিয়ের আগে উচিত ছিল ভালোবাসা ‘রিজার্ভ’ রাখা
এই ‘আমানত’ বউয়ের শুধু, থাকবে ফুলেল সুবাস ঢাকা!
তোমরা যেমন ক্ষয় করেছ বসন্ত কি শরৎ, শীতে
আমি তেমন ক্ষয় করিনি উতাল সময় প্রেম-পিরিতে!
আলো-আঁধার পরিবেশে একটি দিনও হয়নি যাওয়া
রেস্তোরাঁতে নিরিবিলি একটি দিনও হয়নি খাওয়া!
ব্যয় করিনি ‘ভালোবাসা’, জমাই ছিল বুকটা জুড়ে
বউ এখন তা নিচ্ছে তাঁহার ইচ্ছেমতো হৃদয় খুঁড়ে!
আমিও তাহা রাখছি খোলা সঞ্চিত সব প্রেমের ডালা
অঢেল ‘পুঁজি’ টান পড়েনি, মারব কেন শক্ত তালা?
খোলামেলা ভালোবাসার চলছে অবাধ আদান-প্রদান
কৃতজ্ঞতায় হচ্ছে খরচ মহান প্রভুর পুষ্পিত দান!
সমঝোতায় টানছি মোরা যৌথভাবে প্রেমের ঘানি
দুঃখ-সুখের দুইটি জীবন আমি এবং পান্না রানি!!
 

কমেন্ট বক্স