আমার বছরগুলো
কীভাবে কেটে গেল-টের পেলাম না
ঘন নীল বর্ষাকালে জীবনের তপ্ত রোদগুলো
কখন যে হিম হয়ে গেল-টের পেলাম না
জীবনের দীপ্তিময় আলো-কখন যে ম্লান হয়ে গেল
টের পেলাম না কিছুই
স্মৃতির ক্যানভাসে মেঘবর্ণা আকাশ
বিষাদের কাতরতায় জ্বলে-নক্ষত্রের রাত!
তৃষ্ণার্ত অন্বেষণে-এখনো খুঁজে বেড়াই বন্ধুজন
চোখে ভাসে-পুরোনো ঢাকার অলিগলি
অশ্রুকালো কৃষ্ণচূড়ায় হৃদয়ের রক্তক্ষরণে
নির্মল বাতাসে দোল খায়-বেদনার আলো
সত্যিই
আমার বছরগুলো ছড়িয়ে আছে
-স্মৃতির আকাশে
কীভাবে ভুলে যাব-সেইসব দিনের কথা
কীভাবে ভুলে যাব-ফুলে ভরা দিন
বারবার পিছু টানে-দাঁড়টানা নৌকার মতো
নিঃসঙ্গতার নিকষ আঁধারে-এখন আমি বন্ধুহীন
কোথাও কেউ নেই...
বেদনার শীর্ণ শাখায় দাঁড়িয়ে আছে
স্বপ্নের ইউক্যালিপটাস...
চোখের পাতায় বিন্দু বিন্দু জল
সর্বত্র ছড়ানো বিষাদের পাথরকণা...!