Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

প্রকৃত তৃপ্তি

প্রকৃত তৃপ্তি
নিরবিচ্ছিন্ন সুখ আর নিরবিচ্ছিন্ন দুঃখ কোনটাই নিরবিচ্ছিন্ন নয়,
সমস্ত জীবজগতে সুখ-দুঃখের সংমিশ্রণের ককটেলই জীবন।
এটা বুঝতে এবং সঠিকভাবে উপলব্ধিতে আসতে জীবনের অনেক বেলা পার হয়ে যায়।
ততক্ষণে অনেক পাপ করে ফেলি যা অমার্জনীয়,
বহু ভুল করি অসংশোধনীয়।
বিত্ত-বৈভব বিলাসবহুল বাড়ি গাড়ি সাথে রূপবতী বউ, সুখের সংজ্ঞা না।
অনেক গাড়ি বাড়ি ওয়ালা,
জানে সুন্দরী মুখরা রমণীর জ্বালা।
উচ্চতর শিক্ষা+সার্টিফিকেট কি উপার্জনের একমাত্র মাধ্যম?
তাও না সেজন্যই অল্প শিক্ষিত+নিরক্ষররা করে উপার্জন।
ভালো হওয়ার কোন বিকল্প নাই যতই কর চতুরতা, ধূর্ততা আর অনাসৃষ্টি।
যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সততার সাথে জীবনের রুঢ় রুক্ষ পথে চলতে পারার ভিতরেই আসল সুখ, প্রকৃত তৃপ্তি।
 

কমেন্ট বক্স