Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বন্ধ হয়ে যাচ্ছে এক্সবক্স ৩৬০-এর অনলাইন স্টোর

বন্ধ হয়ে যাচ্ছে এক্সবক্স ৩৬০-এর অনলাইন স্টোর
২০১৪ সাল পর্যন্ত আট কোটি ৪০ লাখ এক্সবক্স ৩৬০ কনসোল বিক্রি করেছে মাইক্রোসফট। পরবর্তী সংস্করণ এক্সবক্স ওয়ান প্রকাশের সঙ্গে সঙ্গেই এর বিক্রি বন্ধ হয়ে যায়।

এক্সবক্স ৩৬০ এর অনলাইন স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, এবং এটি ঘটবে আগামী বছরই। সফটওয়্যার জায়ান্টটির মনোযোগ এবার সর্বশেষ সংস্করণের কনসোল এবং গেইম পাস সাবস্ক্রিপশন সেবার দিকে।

২০২৪ সালের ২৯ জুলাই এক্সবক্স ৩৬০ স্টোর এবং এক্সবক্স ৩৬০ মার্কেটপ্লেইস বন্ধ করে দেওয়া হবে, ফলে এই পুরনো সংস্করণের কনসোলটিতে ব্যবহারকারীরা নতুন গেইমস ক্রয় এবং ডাউনলোড করতে পারবেন না বলে উল্লেখ রয়েছে এক্সবক্স ওয়েবসাইটের এক পোস্টে।

তবে এরইমধ্যে কেনা এবং কনসোলটি যে গেইমগুলো খেলা যাচ্ছে সেগুলো গ্রাহকরা খেলা চালিয়ে যেতে পারবেন– বলেছে মাইক্রোসফট।

“২০০৫ সালে এক্সবক্স ৩৬০ বের হওয়ার পর থেকে অনেককিছুই বদলেছে। প্রযুক্তি এগিয়েছে, বেড়েছে খেলোয়ারদের প্রত্যাশা এবং বর্তমানে এবং ভবিষ্যতে খেলার সর্বোৎকৃষ্ট জায়গা হিসাবে এক্সবক্সের এক্স|এস সিরিজ তৈরিতে মনোযোগ” দেওয়ার কথা বলেছে কোম্পানিটি।

মাইক্রোসফট ২০১৬ সালে এক্সবক্স ৩৬০ উৎপাদন বন্ধ করে দেয় এবং তার এক বছর পর গেইমিং পাস সাবসক্রিপশন সার্ভিসটি চালু করে, যেটি বিভিন্ন কনসোল এবং উইন্ডোজ প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পুরনো কনসোলগুলোয় আর ‘মুভিজ অ্যান্ড টিভি’ অ্যাপটি থাকবে না।

এক্সবক্স ৩৬০ এযাবতকাল পর্যন্ত সর্বাধিক বিক্রীত গেইমিং কনসোলগুলোর মধ্যে অন্যতম, যা সনির প্লে স্টেশন ৩ এর প্রায় কাছাকাছি। ২০১৪ সাল পর্যন্ত আট কোটি ৪০ লাখ এক্সবক্স ৩৬০ কনসোল বিক্রি করেছে মাইক্রোসফট এবং এর পরবর্তী সংস্করণ এক্সবক্স ওয়ান প্রকাশের সঙ্গে সঙ্গে যার বিক্রি বন্ধ করে দেয় কোম্পানিটি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স