Thikana News
২২ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

স্বাগত নববর্ষ

স্বাগত নববর্ষ
পৃথিবীর পথপরিক্রমায়-
একটি বছরের হলো যবনিকাপাত।
নতুন বছরের সূচনায় এল পহেলা বৈশাখ।
অস্থিতিশীল বদলে দেয়ার দোলাচলের বিশ্বে-
আমাদের বসবাস।
জীবন বলয়ের সার্বিক বিবর্তনে শামিল প্রকৃতি, দেশ, সমাজ।
সময়ের প্রতিক্ষণই তার নিজস্ব সামগ্রিক গুরুত্বে তাৎপর্যে ভাস্কর।
ব্যক্তিজীবনেও বছরের কোনো সময় হয়-
অভূতপূর্ব হিরণয় অর্জন।
আবার কখনো দুঃসময়ের ধূসর ব্যাপ্তি ঘটায়-
বুকভাঙা দীর্ঘশ্বাসে মহা বিপর্যয়, সুখের হয় বিসর্জন।
বহতা সময় বিবর্তনের মাঝে নতুনকে আনে বয়ে।
জীবন থেকে একটি বছর যায় ক্ষয়ে।
সময় ক্ষয়ে গেলেই সব শেষ নয়-
কিছুটা প্রাপ্তিও আছে বটে।
চলমান বৈচিত্র্যময় জীবনেরই মানুষ ইতিহাস রচে।
তাই তো জীবন সুন্দর।
পেছনে পড়ে থাক সব দুঃখ, সব অসুন্দর।
নতুন বর্ষকে স্বাগত জানাই।
সুন্দরের আবহে নতুন করে বরণডালা সাজাই।
‘এসো হে বৈশাখ’-
এসো-নব উদ্দীপনায়, নব সঞ্জীবনী সুধায়Ñ।
 

কমেন্ট বক্স