Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

থাকলে লজ্জা 

থাকলে লজ্জা 
অর্থ থাকলে কাছে 
দেখবে সবাই আছে 
আসবে সকলে তোমার খবর নিতে, 
অর্থ না আছে যার 
খবর নেয় না তার 
লজ্জাও পায় পরিচয়টুকু দিতে।

সুসময়ে সবে পাবে 
অসময়ে ছেড়ে যাবে 
এ বড় সত্য ভুল নেই জানি এতে,
কেউ কারো নয় কভু 
কেন মিছে ভাবো তবু? 
সবাই যে যার স্বার্থতে থাকে মেতে। 
 
কারোর আশা না করে 
শ্রমে ঘামে যাও লড়ে
স্বাবলম্বী ও হও তুমি যদি পারো, 
মুখটুকু করে কালো 
হাত পাতা নয় ভালো 
না পেলে কষ্ট বেদনা জাগবে গাঢ়।

কষ্ট পেয়ো না পাছে
নিজের যেটুকু আছে 
অল্পে তুষ্ট থাকার মন্ত্র নাও, 
সম্মান পাবে তাতে 
লাগবে না ঘা ও আঁতে! 
চাও যদি কিছু স্রষ্টার কাছে চাও।
 

কমেন্ট বক্স