Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মহাকাশ বিজয়ী নারী

মহাকাশ বিজয়ী নারী
আট দিনের মহাকাশ যাত্রায় দীর্ঘ নয় মাস হয়,
কোটি বিরূপ পরিবেশে তার পরাভব নয়।
সুনিতা উইলিয়ামস এক অসাধারণ নভোচারী, 
মহাশূন্যে সাড়ে নয় মাস ছিলেন ঘরবাড়ি ছাড়ি।
জ্ঞান-বিজ্ঞানের জগতে এক চরম বিস্ময়,
মহাশূন্যের সকল বাধাকে করেছেন জয়।
ভোগের পণ্য হয়ে আছে যেখানে নারী,
বিজ্ঞানের জয়যাত্রা দিয়েছে সকল গণ্ডি ছাড়ি।
কল্পনা চাওলার মৃত্যু দমাতে পারেনি তাকে,
২০০৭ সালে মহাকাশ তাকে হাতছানি দিয়ে ডাকে।
অন্ধকার জগৎ ছেড়ে বিজ্ঞান করেছে জয়,
নারী বলে জগতের তরে পদানত আর নয়।
মহাকাশে সফলভাবে গিয়েছেন তিনবার,
২০২৪, ৬ জুন সুনিতার যাত্রা ছিল আর একবার,
যান্ত্রিক ত্রুটিতে ফিরতে পারেনি তাই মহাকাশ স্টেশনে,
দীর্ঘ সাড়ে নয় মাস গত হয়, কাটে কত না টেনশনে।
সেখানে থেকে মহাকাশে গবেষণা করেছেন,
জিনিয়া ফুল ফোটায়েছেন, লেটুস গাজর বানানোর চেষ্টা করছেন।
ফিরিবার উপায় নাহি জানা বিজ্ঞানীদের কাছে,
ইলেন মাস্ক বলেন তাঁর চেষ্টা করবার আছে,
পাঠালেন মহাকাশ উদ্ধারকারী ড্রাগন ক্যাপসুল,
সফলভাবে সংযোগ করল রইল না কোনো ভুল।
দীর্ঘ সাধনা আর প্রতীক্ষার হলো অবসান,
চারটি প্যারাস্যুট ওড়ায়ে পৃথিবীর ঠিকানা পান।
২৮৬ দিন পরে বুচ উইলমোর সাথে পৃথিবীর পথে,
উদ্ধারকারী ছিলেন নিক হেগ আলেকজান্ডার সাথে।
১৯ মার্চ ২০২৫ বিজ্ঞানের এক স্মরণীয় দিন,
নারী জ্ঞান-বিজ্ঞান ধৈর্য, সহিষ্ণুতায় নহে আর হীন।
তিনবারে সুনিতা ৫১৭ দিন ছিলেন মহাকাশে,
জগৎ মাঝারে মানুষের তরে অমর ইতিহাস হয়ে ভাসে ॥
 

কমেন্ট বক্স