আমি যখন তুমিহীনতায় ভুগছিলাম
নিদারুণ একাকিত্বের জোয়ারে ভাসছিলাম
ঠিক তখন ওই জেগে ওঠা চরে
বিশাল কারুকাজে এঁকে দিলে আমার নাম
বললে এতে কিছু লেখা আছে, পড়ো তো-
আমি চারদিক থেকে চেয়ে দেখলাম
নাহ্ বুঝতে পারিনি।
তুমি বললে ‘ফুল’
আজ থেকে তোমার নাম দিলাম।
হ্যাঁ তুমি দিলে ফুল
কোমল, নরম কোনো ফুল নয়
একটা অস্ত্র,
শক্ত অস্ত্র,
অমানবিকতার সমাজে শক্ত হয়ে দাঁড়ানোর অস্ত্র।