ভেঙে যাওয়া কাচগুলো জড়ো করি সযত্নে
নতুন করে সাজাতে গিয়ে দেখি-বিম্বিত চিত্র
সব টুকরাতেই একই রকম, একই রসম
আঙুলে ছুঁয়ে দিলেই হয়ে যায় স্বপ্নের ফানুস
ঊর্ধ্বগতিতে ছুটে চলে অবিশ্বাস্য বোরাক
চোখের পাতা এক হয়ে যায় নিমগ্ন নিদ্রায়,
গুহাবাসী যুবকদের মতো
আমাদের ঘুমের কোনো গন্তব্য ছিল না,
সময়কে বয়ে নিতে পারিনি মনজিলে মকসুদ
অচল হবার ভয়ে-
স্বপ্নগুলো বেচে দিয়েছি সব ভোগ্যপণ্যের দামে;
জুড়ে দেওয়া কাচের মিনার হতে
এ বেলায় কে শোনায় কাছে আসার ডাক?
কাতার সোজা করার নাম করে
কার আহ্বানে মিলে যায় কাঁধে কাঁধ,
কিরাতের সুর হৃদয়ে পৌঁছিয়ে
কে নামিয়ে আনে স্বপ্নের রফরফ-আবার আরেকবার?
তাঁর ডাকেই চলো জড়ো হই বায়তুল মাকদাস
আবার ঘুমানোর আগেই-
বেহেশতের পাখিরা নেমে আসুক শহীদের পাহারায়,
জুদা হোক যত সব মিথ্যা অসিয়ত।