Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ঈদ মোবারক

ঈদ মোবারক
প্রবাসী ও দেশের সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সমাগত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ বা ৩১ মার্চ নিউইয়র্কসহ পুরো উত্তর আমেরিকায় উদযাপিত হবে ঈদুল ফিতর। ২৯ বা ৩০ রোজার পর ঈদুল ফিতর উদযাপিত হয়। এবার রোজা ২৯টি হলে ৩০ মার্চ রোববার আর ৩০টি হলে ৩১ মার্চ সোমবার ঈদ উদ্যাপিত হবে।
ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ মানে ঘরে ঘরে খুশি আর আনন্দ। তবে যারা রোজাদার, তাদের জন্য এ আনন্দ অর্থপূর্ণ। ২৯ বা ৩০টি রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করে তাঁর মুমিন বান্দাদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাতের এবং শেষ ৯ বা ১০ দিন নাজাতের।
রমজান মাসটি মুসলমানদের জন্য বিশেষ মর্যাদার। রহমতের এই মাসে একজন মুমিন মুসলমান সারা জীবনের ইবাদত-বন্দেগিতে আল্লাহর যত নিয়ামত ও ভালোবাসা লাভ করতে পারে, তারা এক রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই অনুকম্পা অর্জন করতে পারে। এই মাসে মুসলমানদের সম্মান-মর্যাদা এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, যা অন্য আর কোনো মাসে অর্জন করা সম্ভব হতে পারে না। এ মাসে কবরের আজাব বন্ধ থাকে। এ মাসে কোরআন তেলাওয়াতের সওয়াবের পরিমাণও বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। এই মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে যারা আল্লাহর অনুকম্পা অর্জন করতে পারেন, তারা জান্নাতবাসী হবেন।
মনে রাখতে হবে, রোজা শুধু না খেয়ে থাকা বা উপবাস থাকা নয়। যারা রোজা রেখে আল্লাহর নির্দেশিত পথে চলতে পারে না, তাদের মতো দুর্ভাগা আর কেউ নয়। এ মাসে আল্লাহর ইবাদতের জন্য রাত জাগলে তার মূল্য আল্লাহর কাছে অসীম। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন মুসলমানদের জন্য সমগ্র জীবনব্যবস্থা হিসেবে নাজিল করেছেন পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল মজিদ। মানুষের ইসলামের অনুসারী হয়ে সঠিক পথে চলার সমগ্র জীবনব্যবস্থা। আল্লাহ তাঁর সবচেয়ে প্রিয় বান্দা, তাঁর শ্রেষ্ঠতম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজরত জিবরাইল (আ.) এর মাধ্যমে কোরআন মজিদ প্রেরণ করেন। এই রমজান মাসে যে বিশেষ রাতে পবিত্র কোরআন মজিদ নাজিল হয়, সে রাতটি বিশেষ মহিমান্বিত রজনী হিসেবে বর্ণনা করা হয়েছে। তাকে বলা হয় লাইলাতুল কদর। রমজান মাসের শেষ ১০ বা ৯ দিনের যেকোনো বিজোড় রাত, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ রজনীর যেকোনো একটি হলো লাইলাতুল কদরের রাত। বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে যে সৌভাগ্যবান ব্যক্তি এই রাতের সন্ধান পাবে, আল্লাহ তায়ালা তাকে এক রাতেই এক হাজার মাসের চেয়েও বেশি সওয়াব দান করবেন।
রমজান মাসের সামাজিক তাৎপর্য বলে শেষ করা যায় না। প্রত্যেক মুসলমানকে এ মাসে খাদ্যদ্রব্যের মূল্য মানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিতরা হিসেবে দিতে হয়। যার হক শুধু গরিব আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর। এই অর্থে তাদেরকেও আনন্দে শামিল করে নেওয়া হয়। এই অর্থে তাদের মুখেও হাসি ফোটে। তা ছাড়া ধনী ব্যক্তিদের ধন-সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জাকাত হিসেবে দান করতে হয়। বেশি সওয়াবের আশায় অনেকেই জাকাত দেওয়ার জন্য রমজান মাসকে বেছে নেন। জাকাতের হকদারও গরিব আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী। রোজা যেমন মুসলমানদের জন্য তৃতীয় অবশ্যকর্তব্য, জাকাতও তেমনি মুসলমানদের পঞ্চম অবশ্যপালনীয় কর্তব্য। আসলে রোজা মানে সাওম, আত্মশুদ্ধি। সোনাকে যেমন অ্যাসিডে পুড়িয়ে খাঁটি করা হয়, সাওম সাধনার মাধ্যমে তেমনি মানুষ নিজের সব রিপু দমনের মাধ্যমে আল্লাহর পথে নিজেকে চালিত করার ক্ষমতা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওফিক দান করুন, আমরা যেন তাঁর নির্দেশিত পথে চলতে পারি। ঈদ আমাদের সবার জীবনকে সার্থক করে তুলুক-এ মাসে এই হোক আমাদের সবার প্রার্থনা।
ঠিকানার সব পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ দেশ ও প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
 

কমেন্ট বক্স