Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ফারেন-হাইট

ফারেন-হাইট
মোস্তফা মহসীন

বিষাদের সেই সারা রাত আমি ঘুমাইনি; আমারই রক্তচাপ বশীভূত করেছে জ্বর ও জাদু। তোমার রাগ ও ক্রোধে তৈরি খাবার গিলতে গিয়ে তিক্ততায় ভারী মন, নির্বোধের মতো মনে হয় নিজের মস্তিষ্ক। অন্তহীনভাবে পুনরাবৃত্তির ঝুঁকি যার কাজে, বলো গোবেচারা সেই মানুষের পক্ষে অযথা জেনে কী লাভ নগরীর স্বরধ্বনি ও প্রাণচাঞ্চল্য?
মানুষটাকেও আর জড়িয়ে ধরো না পেশিশক্তি হ্রাসের ক্রমশ অবসাদগ্রস্ত দুই বাহুর ভেতরে। ঠোঁটের উথলে ওঠা অভিযোগ-স্রোত বাষ্প ভেবে যে এগোয় মৃদু দুলুনির অনুভূতি নিয়ে, অধিক উচ্ছ্বাসে বলো না আবার তাঁকে- গোঁয়ারগোবিন্দ! স্মৃতিকে যতটা সম্ভব তোমার কাছাকাছি নিয়ে আসার চেষ্টাটা করো তাহলে অন্তত বন্ধুদের উদ্বেগের দঙ্গল হবে না অনুরাগে ক্ষত ও বিক্ষত!

 

কমেন্ট বক্স