Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

যতোটুকু খ্যাত হয়েছি এর বেশী প্রাপ্য নয়

যতোটুকু খ্যাত হয়েছি এর বেশী প্রাপ্য নয়
যতোটুকু খ্যাত হয়েছি এর বেশী প্রাপ্য নয়
এর চেয়ে অধিকতর চেনাজানার প্রয়োজন নেই
অন্তর্দাহ এখনো শব্দের আগুনে পোড়ায়না বনভূমি
এখনো ধ্বনিতে রচিত হয়না প্রাত্যহিক পীড়া।

এখনো ক্রন্দন শুনি নিষ্পলক আবেগে
কারো ক্ষয়ক্ষতিতে পড়ে না যতি আনন্দ অন্বেষণে
শুনিনা কারো বুকে জমা কথার জলোচ্ছ্বাসের তোলপাড়
শব্দের কোথাও থাকেনা তার আঁচড় কালোদাগ।

এখনো দেখেও দেখিনা কৃষ্ণরাতে ধর্ষিতার
মননে জমা অসহায় হাহাকারে নিরুত্তর
শব্দে জড়াতে পারিনা প্রাণ বাঁচানোর তাগিদে পালাতে
যেয়ে পিছনে হারানো স্বজনের আর্তচিৎকার।

এখনো বিত্ত জমাই কঠিন সময়ের লক্ষ্যে
যার কোনো অস্তিত্ব নেই অযথা উদ্বেগে
ভুলে যাই বিলিয়ে দিলে স্বার্থক হতো জন্ম
প্রাণখুলে শব্দে শব্দে পূর্ণ করিনা কারো ন্যায্য প্রশংসা।

এখনো প্রাপ্ত সূর্যোদয় সূর্যাস্তকে নিজস্ব দাবী করে
বেসামাল আসক্তি দুন্দুমার দিনযাপনের
কখন কে একটু নির্বোধ নন্দে ভেবে বসে আছে
তার আকাশ ছোঁয়া হয়ে গেছে তাতে খামাখা বিরাগ হই।

এখনো পিতা পিতৃব্য পিতামহীর
মাতা মাতামহীর দূর্দান্ত যাপিত জীবনের গল্প
কাউকে শোনাতে পারিনি শব্দকল্পের দূর্বলতায়
শ্রুত ঘটনাবলী গাঁথতে পারিনি শিল্পিত সুতায়।

এখনো প্রেমাষ্পদের করুণার বিনিময়ে কয়েকটি
অমর শব্দও দিতে পারিনি কৃতজ্ঞতায়
এখনো প্রথম চুম্বনের ঐশ্বর্যের কোনো পংক্তি
উচ্চারিত হয়না সেই পথ মাড়ানো যুগলের দরাজ কন্ঠে।

কৃত হয়নি কোনো ফসল শস্যদানাহীন গোয়াল
সুষম নি:শ্বাসের মুক্ত বাতাস বয়না উঠোনে
দীর্ঘশ্বাস বহুদূর থেকে শোনা যায় কান পেতে
অখ্যাত থেকেই কেটে যাক অনাগত দিন।
 

কমেন্ট বক্স