শিল্পীরা এইসব কী কী আঁকে
কার কাছে এইসব শিখিয়াছে
যত বলি এঁকে দাও আছিয়াকে
ওরা শুধু মশা আঁকে মাছি আঁকে
সুরকারও শুধু ঘুরঘুর করে
‘সাদা সাদা কালা কালা’ সুর করে
আছিয়াকে নিয়ে গানে সুর দাও
নড়ছে না সিমারের গুর্দাও
পল্টনে ভিড় করে, কে তারা
কী কী সব কপচায় নেতারা
পটু খুব শুভ বাণী বর্ষণে
তলে তলে সহযোগী ধর্ষণে
এড়িয়েছে পুলিশ আর আর্মিকে
বনে গেছে পুরো বক ধার্মিকে
গিজগিজ জোচ্চোর চাঁড়ালে
ধর্ষণ চলছেই ধর্মের আড়ালে
ধর্ষক ডানে আর বাঁয় আছে
অপরাধে সকলেরই দায় আছে
সুশাসন হয়ে গেছে কর্পূর
ধর্ষকে প্রিয় দেশ ভরপুর