বাঁচলে তোকে পড়তে হতো
হাজার রকম কষ্ট, বাধায়
মানুষরূপী অমানুষদের
ধূর্ত মেধার গোলকধাঁধায়!
তোকে নিয়ে গল্প হতো
বলত কথা সুশীল লোকে,
চিত্র হতো নানান কিসিম
দুখজাগানী মেকি শোকে!
মিডিয়া টিভির বদৌলতে
তোর বিষয়ে জমত অতুল,
ক্রমান্বয়ে বুঝতে পেতিস
তুই হলে স্রেফ হাতের পুতুল!
মেয়ে তুই বেঁচে গেছিস
তলিয়ে গিয়ে গভীর ঘুমে,
লাভ কী হতো বেঁচে থেকে
জংলি পশুর চারণভূমে??