ঝরাপাতাগুলো হেমন্তের বাতাসে
প্রজাপতির মতো সাঁতার কাটতে কাটতে
নেমে আসে মাটিতে।
মেঘ শিরীষের পাতাগুলোও
বাতাসে পাক খেতে খেতে নেমে আসে,
আসতেই থাকে।
হেমন্তের বাতাস যেন ওই পাতার
ফাঁকে শীতল ফুঁ দিয়ে
অলৌকিক এক খেলায় মাতে।
হেমন্তের হাওয়া আসে রাতের শিশির নামাতে,
পরিযায়ী বুনোহাঁস আকাশ জোড়া
ঝাঁক ডানায় দুরাগত বৃষ্টির শব্দ তুলে
হেমন্তের গান গায়।