আছিয়া এক অবুঝ শিশু
জানে না তেমন কিছু
বোনের বাড়ি বেড়াতে না গেলে
হতো না তার কিছু।
বোনের বাড়িতে হায়েনারা আছে ওত পেতে
তা ছিল তার অজানা
তার ওপর নরপশুরা যে অত্যাচার করেছে
তা ভাষায় প্রকাশ করা যায় না।
আট বছরের মাসুম বাচ্চা
দেখতে মনে হয় পরি
তার এই অকালমৃত্যুর জন্য যারা দায়ী
আমরা চাই তাদের ফাঁসি।
নীতি-নৈতিকতার কত অবক্ষয় ঘটলে
একটা ছোট শিশুর ওপর এত নির্মম
অত্যাচার হতে পারে
মানুষ স্রষ্টার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ
আবার পশুর চেয়েও নিকৃষ্ট বটে।
আছিয়ার মৃত্যুতে তার পরিবারই শোকাহত নয়
শোকাহত গোটা বাংলাদেশ
এমন বিচার হওয়া উচিত
এমন ঘটনা আর নয়
আছিয়াই শেষ।