Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ধূম্রজাল

ধূম্রজাল
স্বভাবের সঙ্গে অভাবের মেলবন্ধন
পুড়ে ছারখার নৈতিকতার পাণ্ডুলিপি;
বিবস্ত্র বোধ নিঃশব্দে নিকোটিন ছড়ায়
সংস্পর্শে খাঁটি মধুও নিমেষেই বিষ।

শাড়ির আঁচলে গোঁজা ছলনার বীণ
মুহূর্তের মোহে সভ্যতার মহেঞ্জোদারো;
আমিও নির্বাসিত হই ঝরাপাতার স্তূপে
লজ্জায় সুইসাইড করে পাড়ার যুবক।

স্বত্ব গুলিয়ে যায় চারিত্রিক ধূম্রজালে
কলিতেই স্বপ্নভঙ্গ অদ্ভুত মায়াজালে।
 

কমেন্ট বক্স