সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়েই মানবজীবন।
কচু পাতায় এক ফোঁটা বৃষ্টির পানির মতো স্বচ্ছ মুক্তোদানাই জীবন।
টলোমলো সেই পানির ফোঁটা যেকোনো মুহূর্তেই ঝরে যেতে পারে।
এই অবশ্যম্ভাবী বাস্তবতার ভেতর দিয়ে জীবনকে চালিয়ে নিতে হয়।
সঠিক ও সুন্দর পথে চলতে, ভয় পেলেই হবে সব ক্ষয়।
বনে বাঘ আছে জেনেও ফল ও মধু ওখান থেকেই আহরণ করতে হয়।
জীবনে সফল হতে হলে সৎসাহসী হতেই হয়।
দৃঢ় আত্মপ্রত্যয় ও প্রচণ্ড আত্মবিশ্বাস বনের বাঘকে পরাজিত করে ফেলে।
তবে মনের ভেতরে যদি কেউ বাঘকে প্রশ্রয় দেয় তার হিংস্রতা অত্যন্ত মারাত্মক ও সর্বগ্রাসী।