যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন এবং দিনে নয়টা-পাঁচটা কাজ করতে চান না বা পারিবারিক কারণে করতে পারেন না, তাদের জন্য সবচেয়ে ভালো চাকরি হলো সিকিউরিটি জব। কারণ এই সিকিউরিটি জব দিন-রাতের ২৪ ঘণ্টার যেকোনো সময়ে করা যায়। চাকরির পাশাপাশি পড়ালেখা অথবা অন্যান্য পেশায়ও নিজেকে যোগ্য করে তোলা সম্ভব। অন্যান্য ক্ষেত্রে চাকরি পেতে অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হলেও সিকিউরিটির চাকরির জন্য অত প্রতিযোগিতা নেই, কারণ খানে অনেক চাকরি আছে। যারা বাংলাদেশে খুব ভালো পেশায় ছিলেন, উচ্চ পদে ছিলেন, যেমন বিচারক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ বা আর্মিতে ছিলেন, তারা এখানে ইমিগ্র্যান্ট হয়ে আসার পর সহজেই সিকিউরিটি ট্রেনিং করে সহজেই সিকিউরিটির চাকরি পেতে পারেন। সিকিউরিটির বিভিন্ন পদে উচ্চ বেতন পাওয়ারও সুযোগ রয়েছে। ঠিকানার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রিবিউন একাডেমির প্রতিষ্ঠাতা এমডি নোমান। তিনি এই প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং বিভিন্ন সেক্টরের নিরাপত্তা কর্মী হিসেবে যারা কাজ করতে চান, তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার পরিকল্পনা আছে এই প্রতিষ্ঠানকে একটি ট্রেড ট্রেনিং স্কুল হিসেবে গড়ে তোলা।
এমডি নোমান আরও বলেন, আমি একটি রেগুলার ফুল টাইম চাকরি করি। এর বাইরে ১৬ বছর ধরে নিরাপত্তা বিষয়ে কাজ করছি। এই খাতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এই কাজ করতে করতেই আমি দুটি ব্যাচেলর করেছি, একটি মাস্টার্স করেছি। পাশাপাশি এখন চিন্তা করছি আগামীতে কীভাবে একটি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করা যায়। পরিকল্পনা আছে রার্ডগার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার।
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নির্মাণ নিরাপত্তা, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং এনওয়াইএস নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ স্কুল। এখানে ওশা ও এসএসটি, নিরাপত্তারক্ষী, স্ক্যাফোল্ড প্রশিক্ষণ, স্ক্যাফোল্ড ব্যবহারকারী ও রিফ্রেশার, এফডিএনওয়াই প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা, সিপিআর ও এইডি জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। নিউইয়র্ক স্টেট ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেসের সার্টিফিকেট পেয়ে থাকেন সিকিউরিটি গার্ড প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা। আমরা সিকিউরিটি গার্ড লাইসেন্সের জন্য ৮ ঘণ্টার সিকিউরিটি গার্ড ও ১৬ ঘণ্টার প্রশিক্ষণ দিই। আগ্রহীরা দ্রুত সার্টিফিকেশন এবং লাইসেন্স অর্জনের জন্য আমাদের সিকিউরিটি গার্ড প্রশিক্ষণে যোগদান করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ নেতৃত্বাধীন কোর্সগুলোর মাধ্যমে শিগগিরই নিরাপত্তা ক্যারিয়ার শুরু করতে পারবেন।
ওশা ও এসএসটি কোর্সের বিষয়ে তিনি বলেন, বিশেষজ্ঞ নির্দেশনা এবং সার্টিফিকেশনের জন্য আমাদের ওশা প্রশিক্ষণ কোর্সে নাম নথিভুক্ত করতে পারেন। একটি নিরাপদ ও সফল ক্যারিয়ারের জন্য আপনার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে আমরা সহায়তা করি। ওশার ৩০ ঘণ্টার একটি এবং ৪০ ঘণ্টার প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এফডিএনওয়াই অনুমোদিত কোর্সও আমরা করাই। এর মধ্যে এফডিএনওয়াই ফায়ারগার্ড প্রশিক্ষণ কোর্সগুলো নির্মাণ স্থান, ভবন এবং অন্যান্য পরিবেশের জন্য অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করে। F-01, F-02, F-03, F-04, F-60, S-60, G-60 এবং আরও অনেক কিছু কভার করে। কোর্সগুলো অগ্নি প্রতিরোধ, জরুরি প্রতিক্রিয়া এবং এফডিএনওয়াই নিয়ম মেনে চলার ওপর দৃষ্টি নিবদ্ধ করে।
এমডি নোমান বলেন, আমাদের রয়েছে স্ক্যাফোল্ডিং প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ আমাদের স্ক্যাফোল্ড কোর্স ব্যবহারকারী, রিফ্রেশার এবং উন্নত স্তরের জন্য ৮ ঘণ্টা, ১৬ ঘণ্টা এবং ৩২ ঘণ্টা প্রশিক্ষণ কার্ড প্রদান করে। সমর্থিত এবং স্থগিত স্ক্যাফোল্ড কাজের জন্য নিরাপদ সমাবেশ, লোড ক্ষমতা এবং ভাঙার কৌশল শিখতে পারবেন। কোর্স শেষ করার পর প্রশিক্ষণ কার্ড পাবেন। আমাদের আরও রয়েছে ইপিএ লিড আরআরআর প্রশিক্ষণ।
শিল্প ট্রাকের (ফর্ক/সিজার/এরিয়াল) বিষয়ে তিনি বলেন, আমাদের ফর্কলিফট অপারেটর, এরিয়াল লিফট অপারেটর এবং সিজার লিফট অপারেটর কোর্সগুলোতে উত্তোলন সরঞ্জামের নিরাপদ পরিচালনা শেখানো হয়। এর মাধ্যমে রক্ষণাবেক্ষণ, কৌশল এবং সুরক্ষা প্রটোকল শিখতে পারবেন। এটি গুদাম এবং নির্মাণকর্মীদের জন্য আদর্শ। সমাপ্তির পরে প্রতিটি কোর্সের জন্য প্রশিক্ষণ কার্ড দেওয়া হয়। প্রতিরক্ষামূলক ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণও আমরা দিয়ে থাকি। এই প্রতিরক্ষামূলক ড্রাইভিং কোর্সটি জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদিত এবং সংঘর্ষ ও লঙ্ঘন এড়াতে ড্রাইভিং দক্ষতা বৃদ্ধি করে। রাস্তার ঝুঁকি মোকাবিলা করতে, বিক্ষেপ পরিচালনা করতে এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানো শেখাবে। এটি সব ড্রাইভারের জন্য উপযুক্ত এবং আপনাকে বিমায় ১০% সাশ্রয় করতে সাহায্য করতে পারে। এ ছাড়া ৪০ ঘণ্টার হ্যাজওপার প্রশিক্ষণ সার্টিফিকেশনের ট্রেনিং রয়েছে। এই কোর্সটি বিপজ্জনক বর্জ্য এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে। এর মাধ্যমে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (PPE), সাইটের নিরাপত্তা এবং জরুরি প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। বর্জ্য ব্যবস্থাপনা, নির্মাণ এবং পরিবেশগত কর্মীদের জন্য আদর্শ। সমাপ্তির পরে সার্টিফিকেশন পাবেন।
নোমান আরও বলেন, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অবস্থিত আমাদের সংস্থাটি সার্টিফিকেশন প্রশিক্ষণে সর্বোত্তম শিক্ষার মান নির্ধারণ করে চলেছে। আমরা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ব্যাপক শিক্ষার অভিজ্ঞতা তৈরিতে বিশ্বাস করি, যে কারণে আমরা ব্যবহারিক, আকর্ষণীয়, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারবেন, সেই শিক্ষার পরিবেশ প্রদান করি। আমাদের উৎসাহী ও অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রত্যেক শিক্ষার্থীকে শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রদানের জন্য আন্তরিকভাবে কাজ করেন। তাদের গুরুত্বপূর্ণ সুরক্ষা এবং প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সজ্জিত করেন, যা তাদের ক্ষেত্রে সাফল্যের জন্য উপযুক্ত করে তুলবে।
তিনি বলেন, ট্রিবিউন ট্রেনিং একাডেমিতে আমরা ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় শেখানো বিস্তৃত কোর্স অফার করি। এটি করতে পেরে আমরা গর্বিত, যা আমাদের প্রশিক্ষণকে জীবনের সকল স্তরের মানুষের জন্য অ্যাক্সেসযোগ্য করে তোলে। বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য ভাষার মানুষেরাও প্রশিক্ষণ নিতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেট ও ডিসিজেএস, আমেরিকান রেডক্রস, ন্যাশনাল সেফটি কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং বেটার বিজনেস ব্যুরোতে এ+ রেটিং পেয়েছে। আমরা শ্রম বিভাগ, ইপিএ ও ডিওবি কোর্স পরিচালনা করার জন্যও অনুমোদিত।
এই পেশায় আসার বিষয়ে তিনি বলেন, আমরা ইমিগ্র্যান্ট পরিবার। ছোটবেলায় পরিবারের সঙ্গে এ দেশে এসেছি। এখানে আসার পর আমার বাবাকে একাধিক জব করতে দেখেছি। ৪-৫টা চাকরি করতেন একসঙ্গে। অনেক কষ্ট হতো তার। একসময় তিনি সিকিউরিটি জবের জন্য প্রশিক্ষণ নেন ও সেখানে কাজ করেন। এরপর আস্তে আস্তে সুদিন ফিরতে থাকে। বাবাকে দেখেই আমি এই পেশায় আসি। চিন্তা করি, নিরাপত্তা বিষয়ে কাজ করার পাশাপাশি লেখাপড়া করব। এই কাজ করি বলেই আমি এত লেখাপড়া করতে পেরেছি। অনেকেই মনে করেন, সিকিউরিটির চাকরি মানে ডেডএন্ড। আসলে এটি ঠিক নয়। এখানে অনেক কিছু শেখার আছে। অনেক কাজ করার সুযোগ আছে। একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হতে পারলে উচ্চ বেতন পাওয়া যায়। এক লাখ ডলার কিংবা কেউ কেউ দুই-আড়াই লাখ ডলারও ইনকাম করেন। আসলে এখানে যে যত বেশি দক্ষ হবেন, তত বেশি ভালো করবেন।
এমডি নোমান জানান, ২০১৭ সালে ট্রিবিউন ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা করা হয়। আগে এটি ছিল লং আইল্যান্ডে। পরে জ্যাকসন হাইটসে আসে। লং আইল্যান্ডে স্পেস কম ছিল, জ্যাকসন হাইটসে স্পেস আছে অনেক। একসঙ্গে ৭০ জনকে প্রশিক্ষণ দেওয়া যায়। বিভিন্ন ক্যাটাগরিতে ৮ ঘণ্টা থেকে ৬২ ঘণ্টার ট্রেনিং রয়েছে। এক দিন থেকে এক সপ্তাহ। ফি ৬৫ ডলার থেকে ১২০০ ডলার পর্যন্ত। এখানে ইনপারসন এসে রেজিস্ট্রেশন করতে পারেন আবার অনলাইনে পেমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। তিনি বলেন, সিকিউরিটি মানেই কিন্তু সিকিউরিটি গার্ড নয়। এখানে অনেক রকম কর্ম পদবি আছে। সিকিউরিটি ট্রেনিং করে ঘণ্টায় ২৩ ডলার থেকে ৬৫ ডলার পর্যন্ত আয় করা সম্ভব।