Thikana News
১৩ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জাগো নারী

জাগো নারী
আঁধার ঘরে বন্দী হয়ে থাকবি তোরা আর কতকাল
ওই উঠেছে পূর্ব দিকে টগবগিয়ে সূর্য লাল,
আর কতকাল চলবি তোরা কষ্ট নিয়ে বক্ষভরে
বুকের ভেতর আগুনজ্বালা থাকিস না রে চুপটি করে।

কী হবে আর এমনি বেঁচে বাড়িয়ে দেহের আয়ুষ্কাল
বুকের জ্বালা বাড়িয়ে দিয়ে বুনরে এবার স্বপ্নজাল,
ফাঁদ পেতেছে ধর্মগুরু পিষ্ঠে দিতে জাঁতাকলে
মুখোশটাকে দে রে খুলে ভিজিস না রে চোখের জলে।

একটি ভোরের আলসেমিতে গা ভাসিয়ে দিস না ঘুম
আঁধারটাকে মাড়িয়ে দিলে দেখবে সুদিন দিচ্ছে চুম।
বস্তাপচা মিষ্টি কথায় সুজন সেজে আসবে কাছে
জীবন-মরণ সন্ধিক্ষণে থাকবে না কেউ তোর পাশে।

থাকতে সময় বুঝে নে রে তোর জীবনের হিসাব-নিকাশ
উঁচু মাথায় বাঁচতে হলে করতে হবে জীবন বিকাশ।
জাগো নারী ভাসাও তরি জীবনযুদ্ধের নাব্যতায়
জীবন বলির খড়গ হতে বাঁচতে হবে সভ্যতায়।

 

কমেন্ট বক্স