মনেও পড়ে না কোনো দিন কাকে
এক দানা ত্যাগ করেছি
হালুয়া রুটি নিজ ভাগে টেনে
দুই হাতে ব্যাগ ভরেছি
শুধু করি ভোগ আর উপভোগ
রাত্তিরে জমা জোছনা
এটা কেন নাই ওটা নাই কেন
করি সেই সমালোচনা
ভাবিনি কখনো স্বাধীনতা পেতে
কারা কারা জান দিল
কোনসে মায়েরা ছেলেহারা বুক
পাষাণেতে বান্ধিল
কারা এনে দিল পতাকা ও ভূমি
পবিত্র স্নেহবৎসলা
নিরাপদ রাত, পাখিডাকা ভোর
বুকটান করে পথচলা
লাখো লাখো নারীর বীরাঙ্গনার
ইতিহাস জানছ না
কীভাবে সয়েছে পাকি দানবের
পাশবিক লাঞ্ছনা
সেসব কাহিনি শুনি বুকভরে
এসো করি কান খাড়া
কীভাবে হয়েছে লালিত-পালিত
পবিত্র আকাক্সক্ষারা
 
                           
                           
                            
                       
     
  
 


 মনজুর কাদের
 মনজুর কাদের  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
