Thikana News
১৩ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

নিঃসঙ্গতার কান্না

নিঃসঙ্গতার কান্না
নিঃসঙ্গতার কান্নাগুলো গোপন ঘরে রাখি,
মিথ্যা করে মুখে আমার খুশির আলো মাখি।
পথ চলি হাজার জনের মাঝে তবু আমি একা,
যারে খুঁজি কোথাও আমি পাই না তার দেখা।
আমার কষ্টের গোপন খবর নিঃসঙ্গতা জানে,
কান্নাগুলো বলে যায় নিঃসঙ্গতার মানে।
দু’চোখের অশ্রু দিয়ে দুঃখের ছবি আঁকি,
সুখের আশায় দিনের শেষে দুঃখ কিনে ফিরি।

কষ্টে ভরা স্মৃতিগুলো যায় না তারে ভোলা,
হৃদয়ের স্মৃতিকোঠায় আছে, সযত্নে তা তোলা।
আমি যেদিন হারিয়ে যাব সেদিন না হয় খুঁজো
অতীত স্মৃতি মনে করে চোখের পানি মুছো।
 

কমেন্ট বক্স