Thikana News
১৩ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

কুক্কুরুস কু...

কুক্কুরুস কু...
কুক্কুরুস কু...
ডাকতাছি না, ডাকতাছি না
খুঁজতাছি ‘সু’ ‘কু’!
আমার ডাকই গদ্য হবে
গল্প, ছড়া, পদ্য হবে
সাহিত্যে সুগন্ধ হবে
কাব্যে প্রতিভূ!!

কুক্কুরুস কু...
ডাকতাছি না, ডাকতাছি না
শুঁকতাছি ‘সু’ ‘কু’!
এমন ডাকই মূর্ত হবে
কলম স্বতঃস্ফূর্ত হবে
লেখা গণপূর্ত হবে
সিক্ত নিরম্বু!!

কুক্কুরুস কু...
ডাকাতাছি না, ডাকতাছি না
দেখতাছি ‘সু’ ‘কু’!
আমার ডাকই কাব্য হবে
সাহিত্যে জল নাব্য হবে
লেখক সভায় শ্রাব্য হবে
মর্তে সুধাংশু!

কুক্কুরুস কু...
ডাকতাছি না, ডাকতাছি না
বুঝতাছি ‘সু’ ‘কু’!
আমার ডাকই গ্রন্থ হবে
কুক্কুটি ডিম মন্ত্র হবে
ছাপাখানার যন্ত্র হবে
লেখক স্বয়ম্ভূ!
কুক্কুরুস কু...।
 

কমেন্ট বক্স