Thikana News
১৩ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

পাখি হলে বেশ হতো

পাখি হলে বেশ হতো
পাখি হলে বেশ হতো
মনোবল আর ডানার শক্তি
দিয়ে ঘুরে বেড়ানো যেত বিশ্ব
ভিসা ও ভাষার সমস্যা নেই
এক বিশাল আকাশ আমার সীমানা
তোমায় নিয়ে ঘুরে বেড়াতাম বিশ্ব।

বিশ্ব আজ কঠিন সময় করছে পার
প্রেমিকাহীন প্রেমিকের অসময়
সে বুঝতে চায় না
বিশ্বে আজ সুখের খোঁজে ঘোরা যায় না
ভিসানীতি, বসতিনীতি মানবতাহীন
সবই শিকল বাঁধার মন্ত্র।

ভালোবাসা বহু আগে হারিয়েছি
ব্যবসায়ী প্রবাসী খরিদ্দারের কাছে
দুঃখ লুকাতে পারা একটা শিল্প
আমি তো কুটিরশিল্পী
নিজের দুঃখ, নিজ গৃহে নিজে বুনি
দুঃখ ফেরি করে, কষ্ট কিনি।

পাখি হলে বেশ হতো
দুঃখ লুকাতে হতো না
নিজের ডানার ওপর বিশ্বাস রেখে

উড়ে বেড়াতাম বিশ্ব
তোমার বাসার কোণে ঘর বানিয়ে
কিচিরমিচির গান শোনাতাম।
 

কমেন্ট বক্স