Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সংযম শিক্ষা

সংযম শিক্ষা
রাহমাত বারাকাতে হয় ক্ষমা দান
আহলান সাহলান মাহে রামাদান।
তিন ভাগে ভাগ করা রামাদান মাসে
জান্নাতের নিয়ামত দুনিয়াতে আসে।

পঙ্কিল ধরায় পাপী পাপে ডুবে তল
রামাদান মোবারকে পাপ হয় জল।
আল্লাহর রাহমাতে অটুট বিশ্বাস
দিন রজনীতে পুণ্য, প্রাপ্তির আশ্বাস।

শৃঙ্খলিত শয়তান, আনাগোনা রদ
ওয়াসওয়াসা-মুক্ত শুভ জনপদ।
প্রভু দেবে নিজ হাতে প্রতিদান তার
রাইয়ান দরোজায় প্রবেশাধিকার।

শেষ দশকে বিজোড় রজনীতে শান্তি
কোরআন নাজিলে দূর হয় ভুলভ্রান্তি।
দুনিয়া আখিরাতে সে, সফলতা পায়
সংযম দীক্ষায় যদি তাকওয়া বাড়ায়।
 

কমেন্ট বক্স