Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বসন্ত শোভা

বসন্ত শোভা
রুদ্র পলাশ ডাকছে আগুন রূপে
লাল কমলার ঝলমলে পড়ে সাজ!
ডালে বসে তার গাইছে কোকিল চুপে
আপন আলোতে হাসে দেখি ঋতুরাজ।

কৃষ্ণচূড়ায় আবিরের মাখামাখি,
শাখে শাখে আজ বসেছে ফুলের সভা।
উষ্ণতা এসে শীতেরে দিয়েছে ঢাকি
যেদিকে তাকাই লাগে সব মনোলোভা।

চারিদিকে শুনি পাখিদের কলতান,
সবুজ পাতারা উল্লাসে বুঝি নাচে!
আকাশে বাতাসে বেজে ওঠে সুর গান,
প্রকৃতি তার সব সুখ যেন যাচে!

বসন্ত তার যত রূপ সুধা ঢেলে
ফুলে ও পাতায় অদ্ভুত ওঠে সেজে,
যত দূর আঁখি যায় দেখি চোখ মেলে
প্রাণে প্রাণে এক সুর যেন ওঠে বেজে!

 

কমেন্ট বক্স