রঙের আড়ালে রং খেলা,
রঙিন মোহে বিভোর বেলা।
দুনিয়ার এই রংমহলে,
সত্য-মিথ্যা লুকায় ছলে।
জীবনের এই পথচলায়,
রঙিন মায়া দেখা মেলায়।
প্রলোভনের এই দুনিয়ায়,
সত্য ভুলেই পথ হারায়।
রঙের মেলায় রং চেনা চাই,
অসত্যের ছলে না পড়ি ভাই।
জীবন গড়ি ন্যায়ের পথে,
সত্য থাকুক হৃদয় রথে।