Thikana News
১২ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১২ মার্চ ২০২৫

সাগরকন্যা সাগরিকা

সাগরকন্যা সাগরিকা
ভালোবেসে চুমু খাই, প্রেমে মাতি, মাতাই তোমাকে
সাগরসংগমে যাব, বলেছিলে চোখে চোখ রেখে।
অনন্তের ভালোবাসা ঠোঁটে নিয়ে উড়ে এলে তুমি
দেবোপম ভেবে, পাগলের মতো ছুটে গেছি আমি।
সুন্দর মুখশ্রী, কালো চোখের পাতায় কাঁপে স্বপ্ন
ভয়ংকর সৌন্দর্যের লীলার আঁচলে ডুবে মগ্ন।
শুভদৃষ্টি বিনিময়ে, সঞ্চারিত প্রেম-ভালোবাসা
জ্ঞানের ঐশ্বর্যে পরিপূর্ণ দ্যুতি, মনে জাগে আশা।

ভালোবেসে চুমু খাই, প্রেমে মাতি, মাতাই তোমাকে
প্রেমের বাগানে ফুল ফোটে, বায়ু দোলে, পাখি ডাকে।
তোমার অক্ষিকোটরে জেগে ওঠে সমুদ্রের ঢেউ
তুমি জানো আমি জানি, আর যেন না জানে গো কেউ।
এ যেন নাম না-জানা, সেই সুখের অসুখে পড়ে-
সমুদ্রসারথি হয়ে, নীরবে নির্জনে আঁকড়ে ধরে।
সাগরের লোনা জলে কাজলের কালি ধুয়ে যায়
উপ্ত হয় জীবনের বীজ, রেটিনায়-কর্ণিয়ায়।
কুঁড়ি রাতারাতি পূর্ণ বিকশিত হয় ফলে-ফুলে
দক্ষ ডুবুরির মতো, ঝিনুকের মুক্তা আনি তুলে।

সাগরকন্যা হয়ে কেউ এ রকম টানেনি তো আগে
ভালোবেসে চুমু খাই, প্রেমে মাতি, মাতাই তোমাকে।

 

কমেন্ট বক্স