Thikana News
১২ মার্চ ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১২ মার্চ ২০২৫

মানুষ খোঁজা        

মানুষ খোঁজা        
এখন আমি মানুষের ভিতর মানুষ খুঁজি,
আমাদের বিবেক এবং চেতনার শরীরে- 
জাপ্টাজাপ্টি করে শুয়ে আছে অলীক বন্ধ্যত্ব; 
রৌদ্রের গন্ধ লেপ্টে আছে সর্বাঙ্গ জুড়ে, 
মানুষের পোড়া মুখ, চিতার ভস্ম হাড়গোড়;
ব্যঙ্গ সভ্যতার উপেক্ষিত উপহাস বীজতত্ব।

অনেকদিন আমি মানুষ দেখি না,
হাত-পা খুবলানো কঙ্কালের বিগলিত লাশ- 
আমাকে ভৎসনা করে মনুষত্বের দোহাই তুলে;
আমি হ্যাঁচকা টানে খুলে ফেলি জড়-বিষাদের সকল আভরণ,
হাড়-জিরজিরে শরীর বেরিয়ে আসে প্রাগ ঐতিহাসিক ফসিল;
আমি অট্টহাসিতে ফেটে পড়ি মানুষ দেখার ভুলে!

এখন আমি আর মানুষ খুঁজিনা, 
চারিদিকে অমানুষের ভিড়ে আমাকে খুঁজি-
বদলে যাওয়া আমিও মিশে থাকা-ঝাঁকের-কৈ;
বেচা-কেনার হাটে সস্তায় বিকোয়,
বিবেক, বুদ্ধিহীন মূক-বধির জড়বস্তু এক; 
এখন আমরা কেউ আর মানুষ নই।   
 

কমেন্ট বক্স