Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

এল বসন্ত দ্বারে

এল বসন্ত দ্বারে
নব কিশলয়ে ভরে গেছে ডাল
পলাশের ফুল ফুটে আছে লাল
গাছে গাছে পাখি গায়,
সবুজের যেন সমারোহ আজ
যতদূর আঁখি যায়।

কানে এসে লাগে সুর অদ্ভুত
কুহু কুহু ডাকে বসন্ত দূত!
চারিদিকে সাজ সাজ,
কৃষ্ণচূড়ার রাঙা হাসি দেখে
হেসে ওঠে ঋতুরাজ।

ওই দেখো যত ছোটে অলি কুলে
গেয়ে গুনগুন উল্লাসে দুলে
দখিনা বাতাস মেখে,
মহুয়া অশোক শিমুলের ফুল
যে যার রূপেতে সেজেছে অতুল!
ইশারাতে নেয় ডেকে।

বসন্ত এলে আমাদের দ্বারে
প্রকৃতি রূপে মন-প্রাণ কাড়ে!
মনে রং দেয় এঁকে,
রুক্ষ শীতের মুছে জীর্ণতা
জড়তাকে দেয় ঢেকে।
 

কমেন্ট বক্স