যেদিন ভালোবাসা
আর ভালো লাগবে না
সেদিন আর ভালোবাসব না।
তার আগে চুকিয়ে দেব
ভালোবাসার সব লেনদেন।
বাকির খাতা শূন্য থাক
নগদ প্রেমের পুলকে এ জীবন
ভরে যাক কানায় কানায়।
বাকি প্রেম খুঁজব না
ভুল ঠিকানায়।
বাকিতে অমর হয় প্রেমকাহিনি
নগদে নন্দনকাননে ফোটে
কামার্ত কামিনী।
রমণ সুখের জোয়ারে ভাসে
মর্তের মানব-মানবী।
নগদে জীবন্ত প্রেম
বাকিতে রম্যতার মরুভূমে
মরীচিকা সবই।