দরবার হল নিয়ে যখন ভাবি, তখন লিখতে গেলে হয় না লেখা
ভাবতে গেলে যায় না ভাবা, সাদা কাগজে চলে না কলম
বলতে গেলে যায় না বলা, অথচ কতই না ভাবি!
দরবার হলের হত্যাকাণ্ডে পাষাণীর মন গলে যায়
অথচ গলে না নিজ দেশের দোসরদের মন।
দরবার হলের ম্যাসাকারে সারা বাংলা শোকে মরে
আর জল্লাদ রক্ত মেখে উল্লাস করে।
দেখো কত কষ্ট এই বাংলার দরবারে, কত কান্না ভেসে যায়
বিদ্রোহের নামে খুন জওয়ানের আঙিনায়!
দরবার হল গুলিবিদ্ধ হয়েছে, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে সৈনিক হত্যা চলেছে
পুরো দেশটা বুলেটবিদ্ধ হয়ে আছে যেন আজ অবধি,
রক্তের ধারায় রক্তগঙ্গা বইছে পিলখানায়
বীরদের রক্তে ভিজে গেছে বাংলার সবুজ মানচিত্র
বীরদের জীবনাবসানে শুকিয়ে গেছে প্রিয়তমার উষ্ণ জীবন
বীরদের রক্তে জমে গেছে স্বাধীন দেশের পরাধীন জমিন
বীরদের রক্তে থেমে গেছে জনজীবন, তাদের পরিবার রক্তাক্ত, নিহত, লাঞ্ছিত!
চিৎকারে ভাঙেনি ঘুম কি কারো সেদিন?
জাগেনি কেউ একটিবারও, শোনেনি সুরক্ষিত বাহিনীর অংশীদার
রাষ্ট্রনায়ক কিংবা সরকার শোনেনি করুণ আর্তনাদ কিংবা আকুতি,
চেয়ে চেয়ে দেখেছে সবাই যেন নির্বিকার
নির্বিচারে হত্যার মহোৎসবে ওরা যেন একাকার,
এত দিন পর দেশ পেয়েছে কি তার বিচার?
বিচার কি হয়েছে পতাকায় ঢাকা পচা গলিত লাশের
বিচার হয়েছে কি বিবেকের, বিচার হয়েছে কি নরপশুদের?
এখনো দরবার হলের দরবারে রাতের নিস্তব্ধ-নীরবতা
এখনো দরবার হলের দরবারে বহু অব্যক্ত কষ্ট ব্যথা
দরবার হলের দরবারে একাত্তরের নৃশংসতা পড়ে যায় ঢাকা
দরবারের হত্যা ছাড়িয়ে যায় পৃথিবীর সব নিঠুরতম গণহত্যা!
এখনো লজ্জা পাই স্বাধীনতা, চিৎকারে বলি ‘কিসের বিজয়গাঁথা’?
স্বাধীন দেশে কী করে হয় এত বীর সেনানী হত্যা?
স্বাধীন দেশে চেয়ে চেয়ে দেখেছে এসব খুন দেশের হর্তাকর্তা
এমনকি ওদের গোত্রের সকল সেনা কর্মকর্তা।
তখন মনে হয় সার্বভৌমত্ব মিথ্যা, তখন মনে হয় সব মিথ্যা।
যদি এমন হতো, দরবার হলের ঘটনা মিথ্যা হতো
তাহলে দরবার হল নিয়ে কবিতা লেখা হতো না,
একটা কবিতা না হয় নাই লেখা হতো
অকুতোভয় সৈনিক তো বাঁচত, রক্তাক্ত ইতিহাস হতো না,
রক্তাক্ত ইতিহাস শুনতে কিংবা লিখতে চাই না, তবু লেখা হয়, ইতিহাস, কবিতা!
আমি কবিতা লিখতে চাই না, সৈনিক হত্যার বিচার চাই
আমি কবিতা লিখতে চাই না, দেশের সার্বভৌমত্ব ফিরে চাই
আমি কবিতা লিখতে চাই না, ষড়যন্ত্র রুখতে চাই
আমি কবিতা লিখতে চাই না, সকল শত্রুর খতম চাই,
আমি কবিতা লিখতে চাই না, আমি চাইÑ
দরবার হল নিয়ে একদিন প্রকাশিত হবে সব দুঃখগাথা।
এখনো দরবার হলের প্রতিটি কোণে লেগে আছে ইতিহাসের বিষাদের ছায়া।