কান্নাকে বলি, জল ঝরিয়ো না আর
ডুবিয়ে দিতে ভাসিয়ে নিয়ে নর্দমায়
কী লাভ, কষ্টকে-চোবানোয়?
ভেজা পলকের নয়নাভিরামের হতে।
কষ্টকে কখনো আর নষ্ট হতে না দিতে
সেঁটে থাক মাঝ বুকে টিকটিকির মতো
কষ্ট পাক, টিকে থাকার ন্যায্য অধিকার।
ভাল্লাগে না কান্নার জলে ঝাঁজালো স্নান
তাড়ানোর তাগিদে ধেয়ে আসাÑ
জুলুমের চাবুকে ক্ষতবিক্ষত কষ্টের কষ্ট;
জল ঝরিয়ো না কান্না, কষ্ট থাক বুকে।