শীতের বিদায়ে মন গেছে শুকিয়ে
চল সখা বসন্তের হাওয়ায়
মনটাকে নতুন করে দোলাই।
চল সখা ইচ্ছে নামক ঘুড়িটাকে
উড়িয়ে দিই আকাশে
সুতা ছিঁড়ে উত্তাল হই বসন্তের ঐ বাতাসে।
পলাশ শিমুলের রঙে হারিয়ে যাই দুজন দুজনার মাঝে
প্রকৃতি সেজেছে সবুজ, হলুদ, লালে
আমি সেজেছি সাতরঙা বাসন্তীর সাজে।
তোর হাতটি ধরে ঘুরব আজ সারাটি বেলা
চল সখা, আনন্দের বসাই মেলা
প্রেম মাতোয়ারা হয়ে সাজাই ভেলা।
চল সখা হুড ফেলা রিকশায়
সীতা পাহাড়ের চূড়ায়
স্বপ্নের ছোঁয়ায় খুঁজে নিই ভালোবাসা
ফিরে ফিরে তৃপ্তির হাসি-তামাশা।