“সবাই এর জন্য পয়সা ঢালবে! কে না চাইবে দেখতে? এটা এমন লড়াই, যা আপনার দাদীও দেখবেন। এর চেয়ে বড় লড়াই হতে পারে কেবল ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে।”
মিনি সিরিজ দ্য লাস্ট ডে’জ অফ পম্পেই অথবা স্পার্টাকাস বা গ্ল্যাডিয়েটর সিনেমা যারা দেখেছেন তারা অনায়াসে কল্পনা করতে পারেন বিশাল স্টেডিয়ামে দুই বীরের সম্মুখ লড়াই। হাজার হাজার দর্শক সেখানে সমর্থন দিচ্ছেন দুই প্রতিপক্ষকে। এইরকম এক সেটআপে কি ইলন মাস্ক আর মার্ক জাকারবার্গকে দেখা যাবে?
সাম্প্রতিক কিছু ঘটনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। নেহায়েত রসিকতার মাধ্যমে ভার্চুয়াল জগতে যার শুরু, সেটি ঘিরে এখন বাস্তব জগতেও নড়াচড়া শুরু হয়েছে। সর্বশেষ খবর হলো, ইউএফসি প্রেসিডেন্ট ডেনা হোয়াইট দেখা করেছেন ইতালির সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে।
হোয়াইট বলেছেন, তিনি গিয়েছিলেন রোমের কলোসিয়ামে ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের ‘লোহার খাঁচায় লড়াই’ আয়োজন নিয়ে কথা বলতে।
একদিকে ফেইসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মালিক কোম্পানি মেটার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন জাকারবার্গ। অন্যদিকে, সম্প্রতি ‘এক্স’ নামে রিব্র্যান্ড করা সামাজিক মাধ্যম টুইটার, বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা ও রকেট কোম্পানি স্পেসএক্স-এর মালিক মাস্ক। সম্প্রতি একে অপরের সঙ্গে লড়াইয়ের ইচ্ছার কথা জানিয়ে নিজ নিজ সামাজিক মাধ্যমে পরস্পরকে ‘খোঁচা দিয়ে যাচ্ছেন’ এই দুই প্রযুক্তি টাইকুন।
এর পরপরই এই লড়াই নিয়ে নিজের আগ্রহের কথা জানান হোয়াইট। আর এর পরবর্তী পদক্ষেপ হিসেবে গেল বুধবার তিনি সাবেক মার্কিন বক্সার মাইক টাইসনকে বলেন, এই সম্ভাব্য লড়াই নিয়ে ইতালির সংস্কৃতি মন্ত্রী জেনারো সাংগুইলিয়ানো’র দলের সঙ্গে কথা বলেছেন তিনি।
“এটা সত্যি। সত্যিই তারা এই লড়াই দেখতে চান। আর ওই লড়াই কলোসিয়ামে আয়োজনের বিষয়টি নিয়েও কথা বলেছি আমরা।” --বলেন হোয়াইট।
“আমি সত্যিই ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে এই সম্ভাব্য লড়াই নিয়ে কথা বলেছি।”
“এটা ‘এমএমএ (মিক্সড মার্শাল আর্টস)’ ঘরানার লড়াই হবে। আমরা কথা বলছি। আর এতে কোনো স্টেরয়েড ব্যবহারের সুযোগ নেই। তাদের দুইজনেরই ড্রাগ পরীক্ষা হবে। জাকারবার্গ এইসব বিষয় খুব সিরিয়াসলি নেয়। সে ইউএফসি’র বড় ভক্ত। সে প্রশিক্ষণ নেয়। আর ও এমএমএ’রও ভক্ত। মাস্কের বেলায় বলতে চাই, ও জুডো’তে প্রশিক্ষণ নিয়েছে। সে সত্যিকারের জুডো লড়াকু।”
“এই লড়াই আমরা সতিই ঘটাতে পারলে আমি এমন একটা সূচী তৈরি করব, যেখানে বেশ কয়েকটি চমকপ্রদ লড়াই দেখা যাবে। আর এর মেইন ইভেন্টে থাকবেন তারা। লড়াইটা কতো বড়, একবার চিন্তা করে দেখুন! সর্বকালের সেরা মঞ্চে লড়াই করতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর দুই ব্যক্তি।”
“সবাই এর জন্য পয়সা ঢালবে! এই লড়াই দেখতে কে না চায়? এটা এমন লড়াই, যা আপনার দাদীও দেখবেন। এর চেয়ে বড় লড়াই হতে পারে কেবল ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে।”
৫২ বছর বয়সী মাস্ক ও ৩৯ বছর বয়সী জাকারবার্গের মধ্যকার লড়াই থেকে একশ কোটি ডলার আয় হতে পারে, এমন ভবিষ্যদ্বাণীও দিয়েছেন হোয়াইট।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল অ্যাডেসানিয়া ও আলেক্সান্ডার ভলকানোভস্কির মতো ইউএফসি চ্যাম্পিয়নদের সঙ্গে প্রশিক্ষণ নিতে দেখা গেছে জাকারবার্গকে। আর সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের আগে ইউএফসি কিংবদন্তি জঁ সে-পিয়েখ-এর সহায়তা চেয়েছেন মাস্ক।
ঠিকানা/এসআর