Thikana News
১৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

টাকার রূপান্তর

টাকার রূপান্তর
চেয়ে নিলে কোনো টাকা সেটা হয় ধার,
বিয়ে জন্মদিনে দিলে হয় উপহার।
ঋণ বলি যদি ব্যাংক কোনো টাকা দেয়,
সুদাসলে শোধে যায় যেবা ঋণ নেয়।
জনহিতে ব্যয় হয় দান করে দিলে,
ভিক্ষা হয় সে টাকাই হাত পেতে নিলে।
বউকে দিলে সে টাকা খোরপোষ হয়,
শিক্ষার্থীকে দিলে তারে উপবৃত্তি কয়।
শিল্পীরা পেয়ে থাকেন সম্মানী রূপে,
অফিসে ঘুষের খেলা চলে চুপে চুপে।
গুরুমশাই দক্ষিণা সবখানে খান,
শিষ্যরাও এর থেকে আশীর্বাদ পান।

মানত, সাদকা পায় সমাধি, মাজারে,
খাজনা আদায় করি হাটে ও বাজারে।
ওয়েটার, ঝি-চাকর বকশিশ চায়,
ঘটকরা দু-দলেই ঘটকালি খায়।
সভা-সমিতি-পূজায় দিতে হয় চাঁদা,
মাসোয়ারা না পেলেই নেতা দেন বাধা।
ডাক্তার রোগী দেখেন ভিজিটের দ্বারা,
পড়াশোনা দেখি না তো চলছে ফি ছাড়া।
প্রতি মাসে দিতে হয় বৈদ্যুতিক বিল,
জরিমানা সাথে এলে হয় মুশকিল।
জাকাত দেবার আগে দেখি কত মোট,
ঈদের সেলামি পাই কড়কড়া নোট।

ভাড়া দিলে মিলে আজ গাড়ি-বাড়ি কত,
মাল কিনে দাম চুকি যার-তার মতো।
কর্মচারী পান কত বেতন ও ভাতা,
সরকার খুলে দেখে আয়কর খাতা।
টাকা যায় যার কাছে তার কথা বলে,
যে নামই দিই তারে সে নামেই চলে।
সবাই তো টাকা চায় টাকা আর টাকা,
টাকাতেই যায় সব পাপ কাজ ঢাকা।
টাকা বিধি টাকা বাম টাকা বাঁচামরা,
টাকা পারে দিতে সব যদি দেয় ধরা।
যদি লাগে দেবে টাকা আছে গৌরী সেন,
মূলকথা : সেটা হলো-কী রূপে তা নেন?

 

কমেন্ট বক্স