সাদা কটনের পোশাক পরে
ঝিরিঝিরি হাওয়ায় চড়ে
বীরবেশে ছুটে এল মিষ্টার শীত,
প্রতিপক্ষের সাথে চলছে তুমুল লড়াই।
জ্যাকেট সোয়েটার জাম্পার
হাতমোজা পামোজা মাফলার
লেপ কম্বল ব্লেজার এরাই তার প্রতিপক্ষ।
দু’পক্ষের কেউ বসে নেই, চলছে নীরব যুদ্ধ।
অকাতরে এগিয়ে চলছে মিষ্টার শীত।
সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট
এসব সৃষ্টি করাই তার লক্ষ্য।
দীর্ঘ সময় ধরে চলবে এ যুদ্ধ।
ভোরবেলায় কেউ জ্বালায় অগ্নিকুণ্ডলী
ফলে মৃদু ক্ষত হয় তার আর্দ্র দেহ।
আবার লেপতোশকের সৃষ্ট ওমে
হালকা সেদ্ধ হয় তার কোমল শরীর।
কোথাও সে হেরে যায়,
আবার কোথাও জয়লাভ করে।
একসময় ক্লান্ত বদনে ফিরে যায় আপন নীড়ে।