মল্লিকা আর সূর্যমুখী
রূপ ঢেলে দুই মুখোমুখি
হাসছে চুপে চুপে,
হলুদ গাঁদা গোলাপ ফুলে
হাসছে ভারি নজর তুলে!
মন কাড়ে বেশ রূপে।
মিষ্টি রোদের আমেজ মেখে
মুগ্ধ হলাম ওদের দেখে
দাঁড়িয়ে থাকি পাশে,
ডেইজি কসমস ডালিয়া ফুল
যে যার রূপে হয়ে আকুল!
মুচকি হাসি হাসে।
জিনিয়া ও ডায়ান্থাসে
রূপের আলো ঢালে পাশে
নিজকে মেলে ধরে,
শীত এলে ওরা ফোটে
গুনগুনিয়ে ভ্রমর ছোটে!
দেখলেও মন ভরে।