দেখতে হলে টিয়া পাখির
জাঁকজমকপূর্ণ বিয়ে,
উঠতে হবে পাহাড়চূড়ায়
উপঢৌকন হাতে নিয়ে।
নাচ দেখাবে, গান শোনাবে
শোঁকাবে ঘ্রাণ খাবারের;
বিলাসবহুল সাজগোজের
সরঞ্জামগুলো রাবারের!
পাহাড়ি ঝর্ণায় অতিথিদের
রাখবে শ্যাম্পু-সাবান,
শোঁকার পরে গোসল করে
ঢেকুর উঠলে গুণগান!