Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কবিতার ছন্দে গেঁথে থেকো

কবিতার ছন্দে গেঁথে থেকো
জানো তো অর্ঘ্য, আমি আজ নিজেকে অনেক শক্ত করে নিয়েছি
অল্প আঘাতে যেই আমি একসময় একেবারে কান্নাকাটি করে একাকার করে ফেলতাম
সেই আমি এখন নিজেকে শক্ত পাথর করে শিরদাঁড়া উঁচিয়ে বাঁচতে শিখে গেছি,
অর্ঘ্য, অর্ঘ্য, অর্ঘ্য করে ভাবতে ভাবতে নির্ঘুম রাত এখন আর কাটাতে হয় না।
অর্ঘ্য নামক কঠিন মানুষের অভিনয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে বাস্তবতা শিখে গেছি।
তবে হ্যাঁ, অর্ঘ্য জীবনে না এলে হয়তো সেই বোকার সাগরে বাস করে বারবার ঠকতে হতো,
কিন্তু না, এখন নতুন কোনো অর্ঘ্য লেশমাত্র অভিনয় করার সুযোগ পাবে না
অর্ঘ্য জানো তো, তুমি জীবনে না এলে কবিতার ছন্দ খুঁজে পেতে কষ্ট হতো
ছন্দহারা কবিতা পড়তে কেউ-ই হয়তো পছন্দ করত না,
তোমার জন্যই কবিতার যত ছলচাতুরী!
জীবন হতে না হয় দূরেই থেকো তবে, কবিতার ছন্দে গেঁথে থেকো!!
 

কমেন্ট বক্স