Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

তর্জনী সমাচার

তর্জনী সমাচার
কোথায় না বলো দেখি তর্জনী নাই?
সব কাজকর্মেই তর্জনী পাই।
তর্জনী কানে মানে শব্দ দূর রাখা,
তর্জনী মুখে মানে চুপ হয়ে থাকা।
ক্যালকুলেটরে গুনো তর্জনী ঠিক,
রিমোট কিবোর্ডে তা চলে দশদিক।
যেনতেন ফুটো করা তর্জনীর কাজ,
সুড়সুড়ি দিতে তার নেই কোনো লাজ।

কড়কড়া নোট গোনা তর্জনীর ভাগে,
কাঁচাপাকা ফল বুঝতে গুঁতো দেয় আগে।
ক্যারম খেলবে কভু তর্জনী চাই,
চশমাটা সেঁটে দেবে সেখানেও তাই।
ভাষণে দেখায় নেড়ে তর্জনী আগে,
নীতি সেটা উঁচু হয় শাসানি ও রাগে।
রাঁধুনী লবণ চাখে তর্জনী দ্বারা,
মাথা চুলকাতে সদা তর্জনী খাড়া।

গিটার বাজাতে চাও তর্জনী নাড়ো,
পানমুখে চুন দেবে সেটাকেই বাড়ো।
আঁচড় কাটবে তবু তর্জনীই চাই,
পড়ার লাইনে চলে হরহামেশাই।
ইশারা দিতে বাড়াই তর্জনীখানা,
এটি ছাড়া গতি নেই সবারই জানা।
সোজা আঙুলে ঘৃত ওঠে না তো আজ,
তর্জনী বাঁকা হলে হয় সব কাজ ॥
 

কমেন্ট বক্স