Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মানুষ বুঝতে পারে হারানোর পর

মানুষ বুঝতে পারে হারানোর পর
কোনো কোনো কবি মরণের পরে পায় মরণোত্তর পদক
কোনো কোনো নারী, প্রেমিকার স্বীকৃতি পায় যখন সে প্রাক্তন হয়।
যখন কেউ দূরে থাকে তখন তার স্মৃতিগুলোই সেট হয় আমাদের মনোজগতে,
দ্বিতীয় বিয়ে করার পর মানুষ প্রথম বিয়ের ছবি দেখেই নীরবে কাঁদে।
যখন কেউ কাছে থাকে তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিই
নতুনকে বরণ করতে
কিন্তু কিছুূদিন পর হুঁশ ফিরে এলে সেই মানুষটিকেই আবার খুঁজি একান্ত নিজের করে পেতে
মানুষ এমনই, কাছে থাকলে বুঝতে পারে না কে আপন আর কে পর
মানুষ বুঝতে পারে হারানোর পর।

কমেন্ট বক্স