এটিকের জানালা থেকে শব্দহীন রাতের চেহারায়
তুষারে আবৃত কৃষ্ণকালো চাদরটাকে খুঁজে পাই না।
চাঁদ তুমি কেন এখানে তোমার আঁচল বিছিয়ে দিয়েছ?
তাই আজ নিশিথীনিকে শাড়ির কালো জমিনে
ডায়মন্ড-খচিত রুপালি নকশার জামদানিতে
অন্য রকম লাগছে।
রূপে অপরূপা! অত্যুক্তি হবে না যদি বলি অনিন্দিতা!!
তবুও সে কালোতেই ছিল নিরুপমা আপন স্বকীয়তায়।