Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ডাকবে কোকিল কা কা

ডাকবে কোকিল কা কা
কোকিল পক্ষী হয়ে তুমি
বসন্ত কও কাকে?
তোমার চেয়ে ‘কাউয়া’ পাখি
অনেক ভালো ডাকে!

চিটিংবাজির চমক দেখাও
কাকের বাসায় ডিমে,
ধুতরা পাতায় রুচি তোমার
এলার্জি হয় নিমে!

গর্ব করো বাহারি ঠোঁট
রক্তরাঙা চোখে,
অহংকারে পুচ্ছ নাচাও
বোঝাও আছ সুখে!

কণ্ঠ হলেই যায় না কভু
সুরের হৃদয় ঢাকা,
খুব শিগগিরই ডাকবে তুমি
কাকের সুরে কা কা!!
 

কমেন্ট বক্স