আমার এক বৈরী বলল
তুমি আর মানুষ নেই
অমানুষ হয়ে গেছ।
বললাম হয়তো তুমিও তা-ই।
আর এক স্বজন বলল
তুমি আর মানুষ নেই
ফেরেশতা বনে গেছ।
বললাম হয়তো তুমিও তেমন।
আমার স্ত্রী বলল
তুমি আর বদলালে না
আগের মতোই রয়ে গেছ।
বললাম হয়তো তুমিও
বদলাতে পারোনি
তাই আমিও বদলাইনি।
বদলে গিয়ে লাভ কী বলো
যদি মানুষই না থাকি।