Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শীতের সকাল

শীতের সকাল
বাংলার বুনো ঘাসের ওপর
যেন মুক্তোর মালা
শিশির টলমলো শুভ্র হাসি
এক পল্লি বালা,
সবুজ বসন ওড়ায় হাওয়ায়
দোলা দিয়ে যায়,
পাশে সরিষা বধূ বুকে নিয়ে মধু
ফিরে ফিরে চায়,
সরিষা রানি রূপে ঝলমলো
কানে সোনালি দুল,
মৌমাছি দলে দলে আসে
মধু নিতে মশগুল।

খেজুরগাছ আছে সারি সারি
রসে ভরা হাঁড়ি,
চলিছে নবান্ন পিঠা-পায়েস
প্রতি বাড়ি বাড়ি,
রোদ পিঠে চাদর দিয়ে গায়,
মুড়ি শের ভরা
নতুন খেজুর পাটালি গুড় সাথে
সুগন্ধে ব্যাকুল করা,
শীত মানে তো নতুন খেজুর গুড়
স্বাদে থাকে ভরপুর,
ফিরিয়ে দাও বাংলার শীতের সকাল,
আমি যাব মধুপুর ॥

কমেন্ট বক্স