Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

মৃত্যুময় বেঁচে থাকা

মৃত্যুময় বেঁচে থাকা
পৃথিবী নামক সুরম্য নগরে
ঘোরলাগা নিশা পাওয়া জীবনে
মহাগুরু মহামরু মহাশয়
মহাজনের বন্দরে কন্দরে বাস করে
শুধু ভোগই করেছি
বিনিময়ে
বিষাক্ত করেছি জগতের ভারসাম্য

গোধূলিবেলায়
ঘাড় গুঁজে হাঁটুভাঙা
দেহ বইতে চায় না শরীরের ভার
ওত পেতে থাকা বিপদ
চিৎকার করা ভয়
পড়ন্ত সূর্যে চাঁদও
দ্রুত মুখ লুকায়
তীব্র পাপে ব্যাধি নামক টর্চার সেলে
হুমড়ি খেয়ে পড়ি ভূমির ভূমিতলে

এ শরীর আমার না
চোখ, ঠোঁট, জিহ্বা, অঙ্গুলি
বলার আড়ালে যত অঙ্গ-প্রত্যঙ্গ
সব মিত্রের মতো শত্রু
অতি আপন অতি প্রাচীন শত্রু
শত্রু শত্রু শত্রু সব
এদের ভয়ে আমি পথ হারিয়েছি
প্রান্তরে প্রান্তিকে পালিয়ে চলছি

মহামতি মহাজন
এই অপরাধ আমার না
গ্রেফতার করে নির্যাতন সেলে
ভয়ানক ব্যাধি নামক অস্ত্রের
নির্যাতন থেকে আমাকে
রেহাই দিন-দোহাই মাননীয়
ক্ষমা করুন-ক্ষমা করুন।
 

কমেন্ট বক্স