নতুন বছর আসে,
তবু কিছু প্রশ্ন থেকে যায়-
সময় কি বয়ে আনে মুক্তি,
নাকি পুরোনো ক্ষত মেলে ধরে নতুন আলোয়?
সেই ক্ষত, যা লুকিয়ে থাকে প্রতিদিনের হাসির নিচে,
অগোচরে রক্তাক্ত করে হৃদয়ের গভীর কোণ।
প্রতিশ্রুতির ভাঁজে জড়িয়ে থাকে ক্লান্তি,
তবু হৃদয় এক আশ্চর্য খুঁজে ফেরে।
তোমার জানালা খুলে দেখো-
সূর্যের প্রথম আলো যখন ঘরে ঢোকে,
তোমার ক্লান্ত চোখে সে কী দেখায়?
সে কি পুরোনো স্মৃতির ছায়া,
নাকি নতুন স্বপ্নের ইশারা?
বছরের প্রথম দিনটি
তোমার শৈল্পিক ক্যানভাস।
তুমি কি তুলিতে রং তুলবে?
নাকি অতীতের ধূসর ধুলোয়
ঢেকে দেবে তার প্রতিটি কোণ?
সময় শেখায়,
চক্র ভাঙতে হলে দরকার
সাহস আর ভাঙনের আকাক্সক্ষা।
যদি চক্র ভাঙতে পারো,
তোমার পথ খুলে যাবে-
যে পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে
তোমার নতুন তুমি।